কবিতা - এলা বসু


তোমাদের দুঃখ


তোমাদের দুঃখ বুঝি 
ছুঁয়ে বুঝি হাত 
ছুঁয়ে থাকি কাঁধ 
তোমাদের দুঃখ বুঝি
একলা পুকুর টলোমলো জলে 
নাবিক নেই, নৌকা নেই 
ছুঁয়ে থাকো জল, শীতল, শীতল 
তোমাদের দুঃখ বুঝি 
আকাশ এক নির্জন পথিক 
ঐ যে শূন্যে ডানা মেলে 
পাখিরা উড়ে গেলে 
নিঝুম চরাচরে 
তাকেই খুঁজে ফেরো?
তোমাদের দুঃখ বুঝি।
ক্রমশ রাত্রি ঘেরে 
ঘরের আশেপাশে ছায়ারা চঞ্চল 
ছায়াকে ধরতে গিয়ে 
নিজেরা হারিয়ে ফেলো জীবন মখমল 

Comments