কবিতা - চন্দ্রানী চৌধুরী


কল্পনা 



দূরে সুশোভিত হয়ে আছে 
এক দিগন্ত অপার সবুজ
হালকা গাঢ় সবুজ গাছ গাছালির মাঝে রয়েছে 
ছোট্ট একটি বাড়ি
সে বাড়ির নিকোনো উঠোন জুড়ে 
আঁকা রয়েছে আল্পনা
ঘরের পাশে বাঁশের মাচায় 
কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতা
শান্ত স্তব্ধ দুপুরে 
গাছে গাছে পাখিদের জটলা
ভোরের আলো উঠোনে ছড়ানো
সোনালী ধানের ওপর ছড়িয়ে দেয় ভালোবাসা
আর সেই ভালোবাসায় 
গা ভাসিয়ে দিই আমি....

Comments