কবিতা - মন্দাক্রান্তা সেন

তৃতীয় ব্যক্তি


আমার বারান্দার 

সকাল সকাল ঘুম ভাঙে। 


সূর্যের প্রথম রশ্মি এসে

স্পর্শ করে তার কাঁধ। 

রেলিঙের গ্রিলগুলো 

লতিয়ে ওঠে আনন্দে।


আমি সেদিন 

সারা রাত ঘুমোইনি। 

আড়াল থেকে সব দেখে

আমি বারান্দাকে ছুঁলাম। 


বারান্দা বলল : 

কেমন আছ তুমি? 

আমি বললাম : 

কতদিন ভোর দেখিনি।

রোজ সকাল সকাল উঠে

তুমি আমায় জাগিয়ে দিও, কেমন? 


বারান্দার মুখে একচিলতে রোদের মতো হাসি। 


সে বলল : এ প্রেম আমার আর রোদ্দুরের

মধ্যিখানে তৃতীয় ব্যক্তির জায়গা হবে না।

চিত্র - শ্রীহরি

Comments

Post a Comment