কবিতা - দীধিতি চক্রবর্তী


বলে দেবো সব

 

দেখা হলে কোনদিন বলে দেবো
সব,
পর্দার ভাঁজে রাখা মিছে বৈভব,
রং মেখে চোখেমুখে কোন দাগ ঢাকি,
কবিতার পাদদেশে কোন ফুল আঁকি,
বলে দেবো সবটুকু ব্যর্থতা হার,
সঞ্চয়ে রাখা যত মিথ্যা আচার,
কতঘড়া ভুল বেচে কিনেছি অসুখ,
দুচোখের লজ্জারা কতটা লাজুক,
ঝুল বুকে ঝোলে কার অবহেলা খেদ..
কত পথ হেঁটে মন আজ নির্মেদ,
আয়নার কাঁচ জুড়ে কতটা আমি..
কতটা আমাকে ঢাকে ধুলো আলসেমি...
অনুভূতি অনুযোগ মিছে অনুভব...
দেখা হলে কোনোদিন বলে দেব সব।



Comments