কবিতা - জয়তী কুন্ডু



কালবৈশাখী 

 

কালবৈশাখী ঝড় যে এলো হাওয়া উথাল পাথাল 
এমনি দিনে কেমন যেনো মন হয়ে যায় মাতাল
 
খড়কুটো আর ধুলোবালি নিয়ে আপন বুকে 
ঘর কাঁপানো পাড়া দাপানো ঝড় বইছে সুখে
 
হাওয়ার তেজে নতজানু বৃক্ষকুলের পাতা 
ধরার বুকে আদর খেতে নোয়াতে চায় মাথা
 
দিনের বেলায় আঁধার ঘনায় কালো মেঘে ভেসে 
বড় বড় বৃষ্টি ফোঁটা নামছে এসে হেসে
 
এলোপাথাড়ি হাওয়ার দমক বৃষ্টিটাও জোর 
দিনের বেলায় আলো হারায় তমসা ঘনঘোর
 
আকাশ চিরে বিদ্যুৎ আর বজ্রপাতের ফলা
থেকে থেকেই চমকে যাওয়া কানের মাঝে তালা
 
আসতে ধীরে শান্ত হল ঝড়ের মেজাজ খানা
সূর্য আবার দিলো দেখা , আসতে ছিলো মানা
 
যতই হোক লণ্ডভণ্ড , কালবোশেখীর রূপে 
আমি আজ তার হয়েছি মন দিয়েছি সঁপে।।

Comments