প্রতিশ্রুতি
আমি তো তোমাকেই ধরতে চেয়েছিলাম
তুমি যে হাওয়ার চেয়েও বেগবান
হাতের মুঠো গলে বেরিয়ে গেলে
মিশে গেলে পথে- প্রান্তরে
নরম ফুলের পাঁপড়ির উপর জমা শিশির বিন্দুতে
অমলতাসের থোকা থোকা হলুদের সমারোহে
অদেখা পারিজাতের অমোঘ আকর্ষণে .... ।
তুমি যে হাওয়ার চেয়েও বেগবান
হাতের মুঠো গলে বেরিয়ে গেলে
মিশে গেলে পথে- প্রান্তরে
নরম ফুলের পাঁপড়ির উপর জমা শিশির বিন্দুতে
অমলতাসের থোকা থোকা হলুদের সমারোহে
অদেখা পারিজাতের অমোঘ আকর্ষণে .... ।
ছুটতে ছুটতে পৌঁছে গেলাম দিগন্তরেখায়
যেখানে আকাশ চুমে যায় কুয়াশাঘেরা প্রান্তরকে
এখানে বড় শান্তি , এখানটা বড় শান্ত
শুধু রঙের খেলা আমায় ঘিরে
সেই সীমানায় দাঁড়াই খানিক
আমি বড় ক্লান্ত ... রঙ হীন ...
জৌলুস খসা সীমাহীন !
সেখানেও বিবর্ণ আমি খুঁজেছি তোমায়
একটু রঙিন হওয়ার আশায় ....
একসাথে রাঙিয়ে নেবার নেশায় ...
তুমি তো এলে না,, কোথায় তুমি??
আমার অজর প্রকৃতি ...
এসো , কিংবা নিয়ে যাও আমায়
ফিরিয়ে দিয়ে যাও আমার সেই গতি
বলো আসবে?
ঠান্ডা বাতাস ছুঁয়ে সে বলে গেলো কানে কানে
সে আসছে .... কথা রাখছে !!
কিছু বলার নেই, অপূর্ব ❤️❤️❤️
ReplyDeleteঅনেক ধন্যবাদ
Deleteকি ভালো লিখেছিস রে!
ReplyDelete😊🌸🌿
Delete