কবিতা - দীপ্তি রায়


মুখ এবং মুখোশ 


ধূসর পৃষ্ঠার পাতা ওল্টাতেই 
নির্মেদ, নিভাঁজ গাঁথুনিতে
দুলে ওঠে আজও  শস্যক্ষেত। 
এভাবেই বুঝি অতীত পালটে যায়, 
বীমনৃত্যে জেগে ওঠে অলস সকাল। 


গাঢ় সবুজ পাহাড়; 
তার মধ্যিখানে আঁকাবাঁকা চা বাগানটি, 
তিরিতিরে পাহাড়ী ঝর্ণাটিও চেনা চেনা।  
পিছনে দাঁড়িয়ে থাকা সারি সারি মুখ ও মুখোশগুলো শুধু অচেনা। 


আমরা জানি,
মুখ আর মুখোশের গল্প এক হয় না। 
মাইল  মাইল  হেঁটেও যাওয়ার গল্পও মিথ হয়ে যায়, 
নদীর তীর ভাঙার গল্পও কি আর এক হয়? 
তবে সব দেশের সন্ত্রাসের গল্প  বুঝি এক।

Comments