কবিতা - বনমালী নন্দী

 


ছবি

 

শরীর ধূপ একটি
পুঁড়ে আর গন্ধ দেয়
হৃদয়ে ঝলসে


জ্বলে আর গন্ধ
বাতাসে ডানা মেলে
আত্মা ধুয়ো দিয়ে ছবি আঁকে


ছাই, অস্থিরতা 
মাটিতে মিশে মাটি
কায়া, ছায়া সাজায়
নৈবেদ্য

Comments