পাতার ভেতর গল্প
জীর্ণ পাতার ভেতর লুকোনো গল্প
শিকড়ের পায়ে শুয়ে থাকে
প্রত্যাখ্যান পর্ব মিটে গেলে
লুঠ হয়ে যায় ক্লোরোফিল
তবুও কিছুটা সময়
বেঁচে থাকা অক্সিজেনটুকু
দায়ভার নিতে সক্ষম
হেরে যাওয়ার চূড়ান্ত আবহে
সমবেদনার ঢল নেমে এলে
শর্ত না মেনে প্রকাশিত হয়
পুষে রাখা অভিমান।
Comments
Post a Comment