কবিতা - অরুণ চক্রবর্তী


বিশ্বাস-অবিশ্বাস


বিশ্বাস নাম লিখিয়েছে তর্কের খাতায়
বিশ্বাস নাম লিখিয়েছে রক্তের খাতায়
বিশ্বাস নাম লিখিয়েছে মৃতুর খাতায়
শ্মশানের কাছে দিনযাপন
পুরনো দিনলিপিতে যা কিছু ছিল নির্বাসনরথে লংকাপথে
কলেজ স্ট্রীটের সরু গলিতে অনেক ভীড় জমতো বিশ্বাসের বই কিনতে
প্রচারতরঙ্গ সব বিশ্বাসের ছবি আঁকতো 
আজকাল গলায় মালা দিয়ে কিছু বিশ্বাস উটপাখির কুঁজে 
একবার ঘুরিয়ে আনা দরকার আসমুদ্রহিমাচল, দড়ি টানাটানি তীব্র বিশ্বাস অবিশ্বাসে
পাড়ার অবিনাশ বিশ্বাস বাবুর বাড়িতে অশরীরী কিছু আনাগোনা করছে দিনরাত,
পথচারী প্রতিবেশী কোন দিকে সুর মেলাবে সেদিন তা নিয়ে বিতর্কসভা তুমুল
সভাপতির কথায় হাততালি অবিরাম
তর্জনীগর্জনে চুপচাপ অসংখ্য কন্ঠ
চোখগুলো সবার ঘুরপাক খাচ্ছে 
এ ছবি দেখে সভাপতি হাসলেন
বুঝলেন বিশ্বাস করছেন সবাই
তারপরই নিভে গেল আলো
প্রচন্ড ব্জ্রবিদ্যুতে ব্যাপারটা ঘোরালো মনে হলো
ছবিটা বিশ্বাস না অবিশ্বাসের--?

Comments

  1. অতি সুন্দর কবিতা। মুগ্ধ হয়ে গেলাম।

    ReplyDelete

Post a Comment