কবিতা - দীপান্বিতা রায় সরকার


অধিকার 

 

ক্রমশ দুপুর ছেয়েছে নীলে,
অতঃপর থামাও এবার।
গোপনের শোক গুলজার।
 
দেখো, ফিকে হয়ে গেছে সব।
রোদের বসনে লেগে থাকা খেদে,
মুছে গেছে ধুমায়িত  ভাপ।
 
প্রকট যখনি, আনত সে মুখে,
তর্পণে দিলো রুখে,ফের একবার।
এতদিন বিকিরণ প্রিয় ছিলো যার।
 
নির্বাণ ভুলে আমারি আঙ্গুলে,
থিতিয়েছে যে রোদ নাম।
আমি তাকেই দিবো অধিকার।
 
সেও এই ভ্রামক প্রহরে,
বিন্যাসে ছড়ানো সূর্যের স্তবে,
বুঝে নিক নিজ দায়ে  সবটুকু তার।




Comments