কবিতা - মুনমুন ভৌমিক দাম



চৌকাঠ  



 
পাহাড় এখন শান্ত 
চুপচাপ বসে আছে অহল্যা  আকাশ মেঘে জমেছে সহজ ফুল , ভাঙ্গে অক্ষর সময়  
মুহূর্ত গুলো বিচ্ছেদের পাথরকুচি 
ডানামেলে রৌদ্র উড়িয়ে ফুলেশ্বরী আমি জেলে বৌ হয়ে বসন্ত গুনি আঙুল ভাঁজেপাহাড় শাসন করে জড়া যৌবনের মধ্যস্থল 
ফুলেশ্বরীর বুকে জলছায় এখন আমি মেয়েবেলা  
হাতকড়া পরিয়ে দেইনি কোনো অঞ্জাতবাস 
আমার ঘরের চৌকাঠে রুদ্রপলাশ,  
ডাকঘরে এক মুঠো পলাশ রেখেছি বসন্ত আসবে বলে ডাক পিওনের হাতে 
বেদনার সব তীর্থ নদীখাতে ভাসিয়ে আমি আজ স্রোতম্বনী ।

Comments