কবিতা - শ্রবনা অধিকারী




বসন্তের রং 

 

কোকিলের সুরেলা জাদু 
পাতাঝরা পথের রেশ 
ঘুমন্ত আগ্নেয়গিরির 
হঠাৎ জেগে ওঠার ক্ষন ।


শন শন বাতাসে 
উড়ে আসা 
বুক ভরা ভালোবাসা 
নীল খামে বন্দী ।


ঘন কুয়াশার চাদর 
আলতো ছোঁয়ায় সরিয়ে
মাটিকে শক্ত করে 
আঁকড়ে ধরার ইচ্ছে।

Comments