নিখোঁজ
সব পাখি নীড়ে ফিরে
সাদা বরফে সমস্ত আকাশ ঘিরে
পিঁপড়েরা ও ঘরে ফিরে
দিনব্যাপী কর্মযজ্ঞ সেরে
শহর ভর্তি মানুষ
দিনভর কাজ করে
খালি পকেট ভর্তি করে
সন্ধ্যায় বাড়ি ফিরে
মাঠের ঘাস ছেয়ে যায় শিশিরে
শুকনো নদী ভরে যায় আকস্মিক জোয়ারে
এই কোলাহল থেমে যায়
ট্রাফিক জ্যাম, হৈ চৈ, রমরমা ভীড় মুহূর্তে হারায়
সবাই ফিরে যায় নিজ নিজ ঠিকানায়
পূর্ণ শহর শূন্য হয়ে যায়
শুধু তোমার ফেরার নাম নেই
নেই কোন খোঁজ, সাড়া শব্দ
জনতার সমস্ত কৌতুহল আর আমার আমি তোমাতে জব্দ।
সাদা বরফে সমস্ত আকাশ ঘিরে
পিঁপড়েরা ও ঘরে ফিরে
দিনব্যাপী কর্মযজ্ঞ সেরে
শহর ভর্তি মানুষ
দিনভর কাজ করে
খালি পকেট ভর্তি করে
সন্ধ্যায় বাড়ি ফিরে
মাঠের ঘাস ছেয়ে যায় শিশিরে
শুকনো নদী ভরে যায় আকস্মিক জোয়ারে
এই কোলাহল থেমে যায়
ট্রাফিক জ্যাম, হৈ চৈ, রমরমা ভীড় মুহূর্তে হারায়
সবাই ফিরে যায় নিজ নিজ ঠিকানায়
পূর্ণ শহর শূন্য হয়ে যায়
শুধু তোমার ফেরার নাম নেই
নেই কোন খোঁজ, সাড়া শব্দ
জনতার সমস্ত কৌতুহল আর আমার আমি তোমাতে জব্দ।
Awesome 💝
ReplyDelete