কবিতা - জয়তী কুণ্ডু

 


নিরুদ্দেশ


অসংখ্য মন নিত্যদিন হারায় 

' নিরুদ্দেশ ' কলামে কোথায় খোঁজ

 আত্মঘাতী ভেসে যাওয়া তাদের 

 হাজার কাজের ফাঁকে হারায় রোজ।


মনের উড়ান নাগাল পাওয়া কঠিন 

আত্মপ্রচার থেকে বহু দূরে

হয়তো কোন শঙ্খচিলের ঠোঁটে

গা ভাসিয়ে নীল আকাশে ঘোরে ।


মন চলে যায় ঢেউয়ের বুকে বুকে

আড়ালে জমা আত্মকথার পাহাড় 

শুনবে কোনো একলা রাতের ঢেউ 

রাতের আকাশ সাক্ষী শুধু তার ।


অসংখ্য মন নিত্যদিন হারায়......  

খোঁজ মেলে যার অঝোর বৃষ্টিধারায় !!


             

Comments