কবিতা - মিঠু নস্কর

 



অন্তঃপুরের গল্প


প্রতিটা ছায়ার ভেতরে একটা করে কাহিনী থাকে।
 বাস্তব আর কল্পনার মাঝখানে আমাদের রাত্রি জেগে থাকে আমাদের ভেতর ঘরে।
জ্বরের ঘোরে প্রলাপ বকলে দুলে ওঠে ক্যালেন্ডার,‌
একটা করে দিন আর দিন দিন মাসের শেষে নামতা গুনে নেয় রাত জাগা চোখ।
আমাদের কলঙ্ক গুলো চেটে নেয় চাঁদ।
বরাবরই জ্যোৎস্নার সাথে আমার সু সম্পর্ক আছে।
ঢলে পড়ে চোখ বেয়ে ঠোঁট ছাপিয়ে চিবুকে।
ধারালো ছুরি লাল টুকটুকে আপেলকে যেমন ফালা ফালা করতে দ্বিতীয়বার ভাবে না,ঠিক তেমন ই নিজেকে টুকরো করে ফেলি তোমার গভীরে।
ঈশ্বরের নামে গন্ডী কেটে নিই নিষ্ঠাভরে।
সব গল্পের উপসংহার হয় না।
আসলে কবিদের কলমের নেশা  বিষের চেয়েও মারাত্মক।
ঝিমুনি এলে বিবস্ত্র শব্দ আর অক্ষরের সাথে চলে অলিখিত সহবাস।
সন্তানসম্ভবা কলমকে জানাই নেশাতুর কুর্নিশ।।


Comments