কবিতা - চন্দ্রানী চৌধুরী

 


জন্মদিনের পৃষ্ঠা 


আমার জন্মদিনের প্রতিটি পৃষ্ঠায় যে 
উল্লাসের ছবি আঁকা হয়েছিল তা নয় 
আবার জন্মদিনের প্রতিটি পৃষ্ঠায় যে 
শোকগাথা লেখা হয়েছিল তাও নয়
তবু প্রতিটি পৃষ্ঠা ওল্টানোর সময় 
শুধু মনে হয়েছে 
পরের পৃষ্ঠায় যেন আরো একটু বেশি 
আলোর রোশনাই ছড়িয়ে থাকে 
অর্ধেকের বেশি পৃষ্ঠা এভাবেই ওল্টানো হয়ে গেলে 
জন্মদিনের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, প্রাপ্তির হিসেবনিকেশ ধীরে ধীরে কমে আসে 
আর পাঁজরে ভিড় করে আসে 
জন্মদিনের শেষ পৃষ্ঠায় পৌঁছে যাবার ভয়...

Comments