কবিতা - অনুভা সরকার

 



সম্পর্ক


কিছু ভাবনা কিছু কথা সম্পর্ক গুলো হয়তো জানে মানে,
তবু থাকতে হয় চুপ!
ঐ দেওয়াল গুলো ও জানে,
ভাঙ্গা গড়ার খেলার মানে!
বিধাতার নানা খেলা মনের কিছু কথার মানে না বলার অভ্যাসের স্বরলিপি।
শুকনো গাছের সেই যৌবন বুঝিয়ে দিয়ে যায়---
জীবন বুঝি এই গান গায়!
ঋতুর পরিবর্তন ক্ষমতার বিভাজন কিছু সম্পর্ক ভেঙ্গেও যায়!
সমুদ্রের সেই চরটা একাকি কিছু স্মৃতি বহন করে চলে।
মধুচন্দ্রিমার সেই নতুন বউটা কেমন ভাবে কথা বলে l
কিছু স্বপ্ন কিছু সূর্যের আলোর মত চকচক করে।
আধ ফোঁটা করবির সেই ঘ্রান চারিদিকে ছড়িয়ে যায়।
তবু কিছু সম্পর্ক পরকীয়ার রূপ পায়,
ভালোবাসার পবিত্রটা খোঁজ করে দেখো--
 হয়তো এটাতেও  মিলিয়ে যায়!
নিষ্পাপ কিছু জীব হয়তো জানে না বিশ্বাসটা কেমন করে ভেঙে যায়!
তবু বাঁচে জীবনকে খোঁজে,
কিন্তু কিছু প্রশ্ন হয়তো ঘুরপাক খায়!
সম্পর্ক একটা শব্দ রক্ত ও আত্মার,
মানুষ তাকে কী ভাবে বদলায়।

Comments