কবিতা - সোমা নায়ক



শুভারম্ভ 


জমায়েতে অচেনার ভিড়। মনে শুধু একটাই চাওয়া 
কেউ ঠিক জানেনা সঠিক, আদৌ মিটবে দাবিদাওয়া?

রাতদিন এক করে বসে, কেউ চায়, বদলাবে দিন।
আমরা ভাসিয়ে গা স্রোতে, জমা রাখি জীবনের ঋণ।

কারা যেন ভুলে গেছে ন্যায়! কারা যেন বেপরোয়া দল
ছলেবলে জিতে যেতে চেয়ে, সামনে রেখেছে এঁকে ছল।

শৈশব হাঁ হয়ে ভাবে, এ কেমন দুর্দিন! বুঝি না।
ছোটো মুখে বড় কথা কেন! উৎস কি? আমরাও খুঁজি না।

মাটির কলসে জমা খুচরোয় আশা লিখে দিয়ে গেছে আগামী 
এ দায়ের বোঝা বড় ভারী, তাই সুরহাটা হতে হবে সুনামী।

ওই তো ভিড়ের মুখ মানবী, বয়স ছুঁয়েছে আট দশকের 
মুখ ফুটে চেয়েছে কি চায়নি, তাই নিয়ে ভয় নেই শোসকের।

জীবনকে বাজি রাখা সহজে, সহজ কতটা কেউ জানে কি?
সবাই যে বাঁধা এক সুতোতে, এ সত্য কেউ ঠিক মানে কি?

সমাজের আলো খোঁজা আলাদীন, সমাজেরই একরোখা স্তম্ভ
দিনান্তে দিশা পাবে নিশ্চিত, হয়েছে তারই শুভারম্ভ।

Comments