কবিতা - আজিজুল হক




কিংবদন্তির রোজনামচা 

          

এক মহাকাশ অগ্নিপিন্ড হৃদয়ে নিয়ে
অনন্ত পথ 
 হেঁটে চলেছে অনিমেষ!
তোমার হৃদয়  কি সে পরশ পেয়েছে মাধবীলতা?
হৃদয়ে তার কত দ্বন্দ্ব , ডুয়ার্সের  বাতাসে তখন চিল - শকুনের হাট!
হৃদয় খুঁজছে জয়ন্তীর স্নিগ্ধ বাতাস,
বানারহাট কিংবা বক্সার ঝমঝমে 
 বৃষ্টি , 
খেলা ভাঙার খেলায় 
মাঠে তখন লাল ঝাণ্ডার আত্মবিশ্বাস।
মাধবীলতা,তুমি কি তখন মেটেলির চা বাগানের নির্লিপ্ত সৌন্দর্যে 
বিপ্লবের রং দেখেছিলে?
অনিমেষ কি তার ভাঙা স্বপ্নের জাল বুনতে আবার কখনও ছেড়ে যাওয়া সরিৎশেখরের ভিটে মাটিতে তোমার হাতে হাত রেখে শপথ নিয়েছিল?
নাকি ধীরে ধীরে হারিয়ে গিয়েছিলো ঘুন ধরে যাওয়া আদর্শের অন্ধ গলিতে!
অভিমানী অনিমেষ কেমন যেন ধীর পায়ে
হেঁটে চলেছে ট্রাম লাইন ছেড়ে নক্সালবাড়ির অভিমানী মানুষ গুলোর সাথে --
তোমাকে হারিয়ে, সব আদর্শ গুলোর নিঃস্বতায় অনিমেষের হৃদয়ে এখন বাসা বেঁধেছে শূন্যতা , 
তুমি কি বুঝতে পারো তার আর্তনাদ ?
হিমালয়ের সু-উচ্চ চূড়া থেকে হোঁচট লেগে ,
হঠাৎ 
কর্ণের রথের চাকার মতো ডুবে 
তার মন বিষন্ন প্রেমের 
পোস্ট মর্টেম রিপোর্ট হাতে নিয়ে চে - গুয়েভারার কবরের খোঁজে....
এখন সে এক বিপ্লবী কিংবা 
হেরে যাওয়া কিংবদন্তি প্রেমিক!

Comments