বসন্তবার্তা
ফাগের রঙিন আলোয় সেজেছে বসন্ত
মনে উৎসব আমেজ।
তোমার আমার কোটী জন্মের বিরহ নিবিড়তা
হয়তো বসন্তেই খুঁজে পাবে -
এক অচিন রূপকথার নব অধ্যায়।
অবিরে গুলালে সেজেছে ঋতুরাজ।
পলাশ আগুনে পুড়ে যায়
সমাজ বিধান নাগরিক সাজ।
বাসন্তী রাতে পূর্নচন্দ্রের জ্যোৎস্না বার্তায়
রতি মুখরতার অনাবিল আনন্দ শিহরণ।
রাঙা ধূলোর মেঠো পথে
বেজে ওঠে বাউলের একতারা।
কোকিলের কুহুতানে সেই সুরেরই আমেজ
রঙের জাদুকাঠি নিয়ে বসন্ত আসে।
সাদা কালোর জড়তা মুছে যায়
পুরাতন সেজে ওঠে নুতন ছন্দে।
বসন্ত ঋতুরাজ
প্রাপ্তির চন্দনে অপ্রাপ্তির সুগন্ধ
বসন্ত তারই বার্তাবহ।
Comments
Post a Comment