ভালোবাসার উপহাস
জানিনা সেদিন কোন পাখি ডেকেছিল
জানিনা সেদিন আকাশে চাঁদ ছিল কিনা?
বুঝিনি তোমার হৃদয়ে উঠেছিল কিনা আমার নামের ঢেউ।
জানিনা আমি কিছুই
শুধু এইটুকু জানি ভালোবাসি তোমায়।
এই যে শুনছ ভালোবাসি তোমায় বলেছিলাম একদিন।
চিৎকার করেছিলে তুমি ভেবে রেখেছি বহুদিন ধরে তবুও পারিনি তোমায় বলতে।
শুরু হলো হাতে হাত ধরা
শুরু হলো এক পথে চলা
ছিলনা কোন মান অভিমানের পালা।
হঠাৎ এল এক যন্ত্রঝড়
কেড়ে নিল আমায় তোমার হৃদয় থেকে
এখনো ভালোবাসি বলি তোমায় শুধু বুঝতে পারোনা তুমি।
সাক্ষী নীলাকাশ এবং তোমার দেওয়া আমাকে উপহাস।
জানিনা সেদিন আকাশে চাঁদ ছিল কিনা?
বুঝিনি তোমার হৃদয়ে উঠেছিল কিনা আমার নামের ঢেউ।
জানিনা আমি কিছুই
শুধু এইটুকু জানি ভালোবাসি তোমায়।
এই যে শুনছ ভালোবাসি তোমায় বলেছিলাম একদিন।
চিৎকার করেছিলে তুমি ভেবে রেখেছি বহুদিন ধরে তবুও পারিনি তোমায় বলতে।
শুরু হলো হাতে হাত ধরা
শুরু হলো এক পথে চলা
ছিলনা কোন মান অভিমানের পালা।
হঠাৎ এল এক যন্ত্রঝড়
কেড়ে নিল আমায় তোমার হৃদয় থেকে
এখনো ভালোবাসি বলি তোমায় শুধু বুঝতে পারোনা তুমি।
সাক্ষী নীলাকাশ এবং তোমার দেওয়া আমাকে উপহাস।
Comments
Post a Comment