দৈত্য হাজির সঙ্গী পাজির
নষ্ট হলো আলাদীনের
সোনার প্রদীপখানি,
মুলতানি গান মাঝদুপুরে
গাইছিলো কাল নানি।
এমন সময় দৈত্য হাজির
শুনবে নাকি বাজনা,
তিরিশ হাজার বছর নাকি
পাওনা আছে খাজনা।
উল্টো কথা দৈত্য বলে
বাজাও দেখি মুন্সি,
এই যে শুলাম হেলান দিয়ে
বাজাও আমি শুনছি।
মুন্সি খেপে বলল তাকে
আমিই তোমার আকা,
দৈত্য ছাড়ে হুংকার এক
আকা তো নয় ন্যাকা!
যতই তাকে আদেশ করেন
নেয় না সেসব কানে,
সাবাস সাবাস বলেই দানো
মত্ত থাকেন গানে।
আলাদিনের প্রদীপ এখন
উলটো কথা বলে,
যাই বলোনা দৈত্যটাকে
চুপ করে যায় চলে।
দৈত্য এখন গোলাম নেতার
তাদের কথায় চলে,
প্রদীপ এখন ঠুনকো জিনিস
মিথ্যে কথাই বলে।
সোনার প্রদীপখানি,
মুলতানি গান মাঝদুপুরে
গাইছিলো কাল নানি।
এমন সময় দৈত্য হাজির
শুনবে নাকি বাজনা,
তিরিশ হাজার বছর নাকি
পাওনা আছে খাজনা।
উল্টো কথা দৈত্য বলে
বাজাও দেখি মুন্সি,
এই যে শুলাম হেলান দিয়ে
বাজাও আমি শুনছি।
মুন্সি খেপে বলল তাকে
আমিই তোমার আকা,
দৈত্য ছাড়ে হুংকার এক
আকা তো নয় ন্যাকা!
যতই তাকে আদেশ করেন
নেয় না সেসব কানে,
সাবাস সাবাস বলেই দানো
মত্ত থাকেন গানে।
আলাদিনের প্রদীপ এখন
উলটো কথা বলে,
যাই বলোনা দৈত্যটাকে
চুপ করে যায় চলে।
দৈত্য এখন গোলাম নেতার
তাদের কথায় চলে,
প্রদীপ এখন ঠুনকো জিনিস
মিথ্যে কথাই বলে।
Comments
Post a Comment