কবিতা - মিহির দে


চৈত্র শেষের ভোর


অন্ধকার, তখনও ভোর হয়নি

কখন যেন ঘরঘরে আওয়াজটা থেমে গেছে

তবুও শরীর ছুঁয়ে দেখা হয়নি

ডাক্তারের দেওয়া ঘুমের ওষুধ হয়ত কাজ হয়েছে

বিশ্বাস নিয়েই ঘুমাতে গিয়েছিলাম

অথচ জানাই ছিল না পাখিটার অভিসন্ধি!

Comments