কবিতা - মনামী সরকার


হলুদ পাতা 



প্রিয় শব্দ যখন কোলাহল হয়ে ওঠে 
বুঝেনেই সন্ধ্যে পেরিয়ে রাত নেমেছে শহরে 
নিয়ন আলোয় ছায়া দীর্ঘ  হচ্ছে আরো 
প্রত্যাশাহীন প্রত্যুষে মাটি ফুঁড়ে সারি সারি পিঁপড়ে বেরিয়ে আসছে।
হলুদ পাতার মত সম্পর্ক গুলো সব স্পর্শ এড়িয়ে লেগে লেগে আছে গাছে   
সাবধানী নিঃশ্বাসে বুদবুদ ওঠে 
মন একটা কালবৈশাখী চাই।

Comments