জুহুবিচ, জুন ২০২৪
আরবসাগরের ছুটে আসা ঢেউয়ের মাথায় গুচ্ছ মেঘের
ছায়া
সেই ছায়া সরে গেলে।
সেই ছায়ার পাশে দাঁড়িয়ে দেখতে পাই
বেলুন উড়ছে।
নির্জন পাখিদের জন্য কোন নির্জনতা
নেই।
লিংক রোড দিয়ে হাঁটি।
পামগাছের তোরণ দিয়ে হাঁটি।
দেখি কাদায় গোড়ালি ডোবা
জুহুবিচ
মৃত মাছ ভেসে এলে অসহ্য হয়ে ওঠে জুনমাস
Comments
Post a Comment