দান
ও ঈশ্বর, তোমায় ক্ষমা করে দিলাম আজ রাতে। অন্তর গচ্ছিত গুপ্তধন সিন্দুকের চাবি ফেলে দিলাম ঐ কালোজল পুকুরে, পৃথিবী ঘুমালে পাঠিও তোমার অনুচর। আমি তো তুমি নই যে কথা দিয়ে কথা রাখব না। দেব চাবি।
বিজয়ীই জয়মাল্য প্রাপক এই বিধানের পাশে বলি শোনো, আমার বৈভবে ধনশালী হও। বিত্তশালীরও গোপন দৈন্যতা থাকে। তাই ক্ষমার সঙ্গে কিছুটা আত্মসম্পদ দিলাম। প্রতারণা করেছো এ সুখও আজ নেই তোমার। বিশ্বাসই করিনি তোমায়, নিয়ত সৃষ্টিকল্পে বিত্ত ক্ষয় তোমার। অর্বাচীন জীবকুল বোঝেনা তা। পরনের জামা, রুমাল, ঘড়ি সব দিলাম তোমায়।
Comments
Post a Comment