অন্তত একবার দেখে আসি
আস্তিনে লুকিয়ে রাখি গোপন বলয়
ঈশ্বর সবকিছু জেনে চুপচাপ -
বসে কেন মেঘের আড়ালে!
বিকেলের রোদ, গায়ে মেখেছে কাল
সিম রংয়া ছিট পড়া শাড়ি।
বিষুবরেখা বরাবর মাথার সিঁদুরে
কুয়াশারা লেগে থাকে বাতাবির ফুলে,
নাভীমূলে উপনিষদের কাটাকুটি খেলা,
এইবেলা ভাঁজ ভাঙা শাড়ির আঁচলে
অন্ধকার চুষে খায় বাতাবির ঘ্রান।
স্নান সেরে ঘোলাটে জলে মীনচক্ষু স্থির যেন চিত্রার্পিতের মতো দাঁড়িয়ে সটান।
আমাকে একটু কাছে টেনে নাও
একবার দেখে আসি সক্রেটিস কি বিকেলের রোদে হাত ছেঁকেছিলো!!
একবার দেখে আসি মৃচ্ছকটিকের বসন্তসেনা
মাটির শকটে লুকিয়ে রেখেছে কিনা মেধার ফসল!!
একবার দেখে আসি সব,
অন্তত একবার দেখে আসি।।
ঈশ্বর সবকিছু জেনে চুপচাপ -
বসে কেন মেঘের আড়ালে!
বিকেলের রোদ, গায়ে মেখেছে কাল
সিম রংয়া ছিট পড়া শাড়ি।
বিষুবরেখা বরাবর মাথার সিঁদুরে
কুয়াশারা লেগে থাকে বাতাবির ফুলে,
নাভীমূলে উপনিষদের কাটাকুটি খেলা,
এইবেলা ভাঁজ ভাঙা শাড়ির আঁচলে
অন্ধকার চুষে খায় বাতাবির ঘ্রান।
স্নান সেরে ঘোলাটে জলে মীনচক্ষু স্থির যেন চিত্রার্পিতের মতো দাঁড়িয়ে সটান।
আমাকে একটু কাছে টেনে নাও
একবার দেখে আসি সক্রেটিস কি বিকেলের রোদে হাত ছেঁকেছিলো!!
একবার দেখে আসি মৃচ্ছকটিকের বসন্তসেনা
মাটির শকটে লুকিয়ে রেখেছে কিনা মেধার ফসল!!
একবার দেখে আসি সব,
অন্তত একবার দেখে আসি।।
Comments
Post a Comment