কবিতা - অজিত অধিকারী

 


ভাওয়াইয়া গ্রামের  পথে পথে


এই পথ প্রত্যাশাহীন চলে গেছে ভাওয়াইয়া গ্রামের দিকে
কখনো সখনো এই পথে মহাজগতের আলো এসে পড়ে 
আমি কামনা বাসনা তাড়িত লোক,এই পথ চেয়ে থাকি
ভাবি এই পথের ধুলোরেণু গায়ে মেখে একদিন বাউল হবো

এই জীবন ব্যথা দিয়েছে কত,কত প্রতারণা মাথা পেতে নিয়েছি

অতএব  প্রত্যাশাহীন পথের প্রতি আমার বড় লোভ ,
আমি তাই  দিন শেষে  রোজ বুদ্ধের  স্টাচুর কাছে বসে  থাকতে চাই. ..

সব তর্ক,বিবাদ ,মনান্তর ,হিংসা অভিমান ,অভিমত আমি
বস্তাবন্দি করে তোর্ষার  জলে ফেলে দিতে চাই...

তারপর একদিন ঠিক চলে যাবো ভাওয়াইয়া গ্রামের দিকে
যেখানে মানুষের  অকৃত্রিম  ভালোবাসা ঢেউ খেলে
যেখানে আলতাগ্রাম জুড়ে গায় ভাওযাইয়া পুরুষ...

যেখানে শান্তিবিতান  এক আলোচিত ঠিকানা...

যেখানে  বাঁশির  সুর  মহাজীবনের সঙ্গীত হয়ে  বাজে

এই আধমরা কবিত্বহীন জীবন  থেকে চলে যাবো  একদিন ভাওয়াইয়া গ্রামের পথে পথে

Comments