ক্রাইসিস
রুপোলী জ্যোৎস্নায়
একফালি চাঁদ মায়াময়
পাশাপাশি দু'জন
আলোছায়ায় মাখামাখি
মুহূর্তরা সজাগ থাকে
ভালোবাসাবাসির শপথ
এই প্রজন্ম মুহূর্তে বাঁচে
ঘোলাটে চোখ ক্ষয়াটে মুখ
নিরাপত্তাহীন নিজস্বীতে
টুকরো সুখের স্থায়ী ঠিকানা
মগজে ডিজিটাল ক্রাইসিস
চেনা শব্দের ভিড়ে
নিজের সাথে অচেনা বাক্যালাপ।
Very nice
ReplyDeleteবেশ ভালো লাগলো তোমার কবিতা।
ReplyDeleteভালো। এই যাত্রা এগিয়ে চলুক ।
ReplyDelete