বৈপরীত্য
বৈপরীত্যের আড়ালে লুকিয়ে থাকে
অনাঘ্রাত সম্পর্কের রসায়ন,
সুগন্ধিত মোহ মায়ায় আবৃত
জোছনা মাখা সংসার
যার জলস্তরে ভেসে থাকে
কত না শ্যাওলার আস্তরণ!
আলো আঁধারী মেঘমল্লারে
আমরা কি মুখোশ মানুষ
নাকি বর্ণহীন অবয়ব!
সংসার, আমি এবং তারা
আড়ম্বরহীন সংস্কারের আবাদিতে ব্যস্ত,
বৈপরীত্য আছে জেনেও
প্রবাহমান জীবনে মগ্ন হলাম অনায়াস
আজন্ম রক্তক্ষরণে বৃত্তরেখার বাইরে থেকেও
শব্দহীন শূন্যতায় অস্তিত্ব লিখে যাই।
অনাঘ্রাত সম্পর্কের রসায়ন,
সুগন্ধিত মোহ মায়ায় আবৃত
জোছনা মাখা সংসার
যার জলস্তরে ভেসে থাকে
কত না শ্যাওলার আস্তরণ!
আলো আঁধারী মেঘমল্লারে
আমরা কি মুখোশ মানুষ
নাকি বর্ণহীন অবয়ব!
সংসার, আমি এবং তারা
আড়ম্বরহীন সংস্কারের আবাদিতে ব্যস্ত,
বৈপরীত্য আছে জেনেও
প্রবাহমান জীবনে মগ্ন হলাম অনায়াস
আজন্ম রক্তক্ষরণে বৃত্তরেখার বাইরে থেকেও
শব্দহীন শূন্যতায় অস্তিত্ব লিখে যাই।
Comments
Post a Comment