আখ্যান
সোনা রোদ্দুরে ক্যানভাসে তুলির টান
বৃষ্টি দিনের আখ্যান
পূর্বরাগ - অনুরাগের সীমানা পেরিয়ে
বিলম্বিত প্রহরে নৈঃশব্দের বোবা প্রতিবাদ
মুখোশের অন্তরালে এতবুক প্রেমহীন সংলাপ
ঘুন পোকাদের কানাকানি
ব্যস্ত চড়াচড়ে যৌবনের লুকোচুরি
সুরেলা নদীর বুকে নৈসর্গিক আশ্রয়।
Comments
Post a Comment