এই পথ অন্তহীন
হিমকালের অন্ধকার পার হয়ে যাবো ঠিক
বাঁধের ওপর অপেক্ষারত সোনাঝুরি,
নিশিডাকে ম্যাজিক সাইকেলের ক্রিং ,
কুসুমটিকা গ্রামের ছায়ায় স্রোতের কাকলি।
কয়েকটি সকাল বেঁধে নেব কোঁচড়ে,
রঙিন ঘুড়িটির উড়ানে মজে আপাদমস্তক
দু'জনেই মিথ্যে ভিজেছি ধানসিড়িজলে।
কী হবে সংসারের অনুদ্ধার জটিলতা ?
সে শুধু ভরাকোটালের মতো অতলে টানে
যে আমার শরীরে ছিল না কখনওই ,
সুরে সুরে আছে আব্রহ্ম, শঙ্খচিলের ডানা
এই পথ অন্তহীন , শূন্য থেকে শূন্যে ...... ।
বাঁধের ওপর অপেক্ষারত সোনাঝুরি,
নিশিডাকে ম্যাজিক সাইকেলের ক্রিং ,
কুসুমটিকা গ্রামের ছায়ায় স্রোতের কাকলি।
কয়েকটি সকাল বেঁধে নেব কোঁচড়ে,
রঙিন ঘুড়িটির উড়ানে মজে আপাদমস্তক
দু'জনেই মিথ্যে ভিজেছি ধানসিড়িজলে।
কী হবে সংসারের অনুদ্ধার জটিলতা ?
সে শুধু ভরাকোটালের মতো অতলে টানে
যে আমার শরীরে ছিল না কখনওই ,
সুরে সুরে আছে আব্রহ্ম, শঙ্খচিলের ডানা
এই পথ অন্তহীন , শূন্য থেকে শূন্যে ...... ।
সুন্দর
ReplyDelete