চাঁদ
চাঁদ কপালে নেমে এলে ভুলে যাই
দক্ষিণরেখা। ডান হাতজুড়ে ভুলের চলাচল।
মৃগয়া করতে গিয়ে যে শিকারি
ভুলে গেছে―ফিরে আসতে
কপালের চাঁদে আটকে গেছে
ভুলে গেছে শিকার। বাড়ির উঠোনের গন্ধ
সন্তান প্রতিপালন।
আটকে আছে―অদ্ভুত মায়ায়। শেকড়ের বাঁধনে
কলাপের চাঁদে।
ডান হাতের ভুল ভেঙে গেলে ক্ষমা করে
দাও প্রভু!
সত্যের মুখোমুখি দাঁড়িয়ে, দেখে নিক
এক টুকরো চাঁদের আলো...
Comments
Post a Comment