কবিতা - অরুণ চক্রবর্তী

 



দীর্ঘমেয়াদি ছায়া


তোমার জন্য রেখেছি মাটি
রেখেছি চারাগাছ
বলেছিলে পুতবে,ফুল দেবে,ফল দেবে
আর দেবে দীর্ঘমেয়াদি ছায়া
এখন যথার্থ সময়
পূরণ করো আর দেরি না করে
নিয়মিত জল দেবে চারাগাছে
বৃষ্টির সময় এলে যথাযথ দেখভাল করবে
ঝড়-ঝঞ্ঝা আসতেই পারে
এতদিনে একটা দীর্ঘমেয়াদি ছায়ার উপলব্ধি 
যেসব ছায়ায় এতদিন হাঁটতাম সবাই 
সবই প্রায় আত্মসমর্পণ করেছে শেকলে
তোমার লাগানো গাছের ছায়া যেন মেরুদণ্ড সোজা রাখে
তীক্ষ্ণ নজরও রাখবে সেদিকে 


আসলে গাছের দীর্ঘমেয়াদি ছায়া সোজা মেরুদণ্ডেরই ছবি আঁকে।

Comments