কবিতা - সোমা দে


বাজিগর


মায়া কাটাবার শেষ সমাধান সূত্র হিসেবে
মৃত্যু চেয়েও আশ্চর্যজনকভাবে আজও বেঁচে আছি


সময়ের ঘর বদলের অবকাশে সেরে গেছে
শীতকালীন অন্তঃসারশূন্য গাছের ক্ষত 
পুনরায় অঙ্গ সজ্জিত‌ হয়েছে বাসন্তিক আবরণে 


একদিন পূরণ হবে এই ভেবে অন্দরের স্বপ্নগুলো ফুরিয়ে যায়নি
শুধু একই দৃশ্যপটে উপন্যাসিক চরিত্রের রূপ বদলেছে


তবে এই যে আমরা হেরে গিয়েও
উদ্দাম ছন্দে সাম্রাজ্যের দুপ্রান্তে সুখ যাপনের খেলায় মেতেছি
হয়তো , চালচক্রের কাছে জীবন বাজি রেখে দীর্ঘায়ু জিতে গেছি ...

Comments

  1. ধন্যবাদ ... দেবশ্রী দি ❤️🌷

    ReplyDelete

Post a Comment