কবিতা - অঞ্জনা মুখার্জী ভট্টাচার্য্য

 


এ মায়া প্রপোঞ্চ ময়


বুকের গভীরে প্রেমিকের
ফসিল নিয়ে ঠোঁটে ঠোঁট রাখো তুমি
জ্যামিতিক বিন্যাসে প্রহরেরা নষ্ট হয়।
মৃত উৎসবেরা জেগে উঠলে
সেই পথে হাঁটি
বিশ্বাসের আয়ুধে,
অভিমান ঝরে টুপটাপ
তবু মায়া জাল এঁকে চলে
এ মায়া বড়ই প্রপোঞ্চ ময়।

Comments

  1. খুব সুন্দর লাগলো তোমার কবিতা।

    ReplyDelete

Post a Comment