কবিতা - মনিমা মজুমদার


গ্রহণ 


তোমার মন্ত্র আউরে 
চারদিকে দেখি দেবীপক্ষে গ্রহণ লেগেছে
কালো আকাশে অসম মেঘের আড়ালে


তোমার মন্ত্র দিয়ে
লোকালয় থেকে অনেক দূরে
নিভৃতে লালন করি এক পুজো 
দুয়ার রেখেছি খুলে নিরন্তর 
গ্রহণ শেষে তোমার আলোয়
পলক ফেলে রাখা যাবে নিশ্চিন্তে

Comments