বেশ্যা
পৃথিবীর শেষ প্রান্তে যুদ্ধের আওয়াজ ওঠে
বাড়ির পাশে দাঙ্গা হয়; ভোরবেলা ভেসে আসে মৃত মানুষের লাশপচা গন্ধ!
আমি আমার গোপন প্রেমের ডায়েরি নদীতে ভাসিয়ে দিই...
জলে মুছে যায় তরুণীকাল- তোমার বুক -- আমাদের কথা...
যাক ভেসে -- স্মৃতিহীন স্বাদহীন বাঁচি...
তবুও ; ভোরবেলা শহরের ড্রেনে আর লাশের রক্ত বইবে না।
ধীরে ধীরে শালিখ - পায়রা -- ফতেমা - মল্লিকারা জাগে..
শাড়ি পালক চুল ছিঁড়ে ফেলে দেয় পথে -- আর কোনো চিহ্ন নেই..
শুধু বেশ্যা পাড়ায় কোনো ভয় থাকেনা - ওদের কোনো জাতধর্ম নেই!
ওদের সন্তানের গা থেকে ভুরভুর করে আসছে পৈশাচিক রাত্রিকালীন গন্ধ...
আবার আমার প্রেম হয়েছে.... লাশ হবার ভয়ে থাকি.....
এখন আমরা সন্ধ্যা বেলা নিষিদ্ধ পল্লিতে দেখা করি।
কেউ দেখে না! কারন আমি বেশ্যা -- ও দালাল...
বাড়ির পাশে দাঙ্গা হয়; ভোরবেলা ভেসে আসে মৃত মানুষের লাশপচা গন্ধ!
আমি আমার গোপন প্রেমের ডায়েরি নদীতে ভাসিয়ে দিই...
জলে মুছে যায় তরুণীকাল- তোমার বুক -- আমাদের কথা...
যাক ভেসে -- স্মৃতিহীন স্বাদহীন বাঁচি...
তবুও ; ভোরবেলা শহরের ড্রেনে আর লাশের রক্ত বইবে না।
ধীরে ধীরে শালিখ - পায়রা -- ফতেমা - মল্লিকারা জাগে..
শাড়ি পালক চুল ছিঁড়ে ফেলে দেয় পথে -- আর কোনো চিহ্ন নেই..
শুধু বেশ্যা পাড়ায় কোনো ভয় থাকেনা - ওদের কোনো জাতধর্ম নেই!
ওদের সন্তানের গা থেকে ভুরভুর করে আসছে পৈশাচিক রাত্রিকালীন গন্ধ...
আবার আমার প্রেম হয়েছে.... লাশ হবার ভয়ে থাকি.....
এখন আমরা সন্ধ্যা বেলা নিষিদ্ধ পল্লিতে দেখা করি।
কেউ দেখে না! কারন আমি বেশ্যা -- ও দালাল...
Comments
Post a Comment