আকাশ মিশেছে নীল দিগন্তে
আকাশের কি সীমানা আছে ?
রাতের গভীরে রাত্রি জমে থাকে
দিনের আলোয়
রাত্রির পরশে
আবেশের স্নিগ্ধ মিশে থাকে
উৎস হতে মোহনা
মোহনার গভীরে
মোহনা থাকে
হৃদয়ের গভীরে
হৃদয় থাকে
কথার গভীরে
অমৃত বাণী
সমুদ্র তরঙ্গের গভীরে
লহরী থাকে
কথার গভীরে
স্নিগ্ধ প্রেমে
কথার লহরী থাকে।
Comments
Post a Comment