কবিতা - দীপান্বিতা রায় সরকার


 

জল বিষাদ 

      

ঢেউ উত্তাল কৌণিক,কে জানে এই নোঙর থামে কই!
ভাসতে শেখা জল বিভাজন জানায়, ইচ্ছে মানেই সমস্তটা  নয়।
শুধু শুধু ডুবিয়ে দিলো যা, নামতা বিহীন ভুল গাণিতিক পথে।
জলের সঙ্গে সহজ সখ্য নয়, সাঁতার শেখা কৌশলেই তা জানে।
খুব লড়াইয়ে দিনগুলো পশ্চিম, সামনে জানি আর কি কি সব  রাখা!
নিজের হাতেই খুলছি সে সব চিঠি, পেন্ডোরার বাক্স করে ফাঁকা।
শুধু শুধু ভুলিয়ে গেল যা, যা ছিলো অপরিমেয়  সব
কৌণিক সে স্বপ্ন বোঝাই দিন, মিথ্যে ছিলো, মাধুকরী! সব?

Comments