মোরা সবাই সবার
একটি সুন্দর সমাজ চাই
যেখানে হিংসা-বিভেদ নাই,
একটি সুন্দর দিন চাই
একতাসুরে বাজবে সানাই।
একজন ভালো মানুষ চাই
সবকিছু পাল্টাবে একাই,
উপকৃত আর মুগ্ধতায়
জয়গান গাইবে সবাই।
যেখানে হিংসা-বিভেদ নাই,
একটি সুন্দর দিন চাই
একতাসুরে বাজবে সানাই।
একজন ভালো মানুষ চাই
সবকিছু পাল্টাবে একাই,
উপকৃত আর মুগ্ধতায়
জয়গান গাইবে সবাই।
একটি সুন্দর প্রকৃতি চাই
পরিবেশ হবে মনোরম,
সবার মাঝে উদয় হয়ে
বইবে সুন্দর স্বরাগম।
একটি সুন্দর নদী চাই
বহমান স্রোতের ঐক্যতানে
সবাই একসাথে জেগে উঠবে
আলোময় স্নিগ্ধ- মধুর ভোরে।
এক আকাশেই চাঁদ- তারা
মেঘ ও রোদের মাতামাতি,
প্রাণখুলে পৃথিবী বলে উঠবে
মোরা সবাই সবার সাথী।
Comments
Post a Comment