কবিতা - রূপক সান্যাল

 

নেহাতই গল্প 


ব্যাঙের গল্পে আমি কোন সাপের চরিত্র রাখবো না
আমার হরিণের গল্পেও সিংহ থাকবে না কোনও।
তা’বলে নারীর গল্পও পুরুষবর্জিত হবে, এমনটা ভেবো না
যে কোন প্রাণের গল্পে প্রোটপ্লাজম রয়েছে এখনো
 

আমারও ইচ্ছে হয়, নিজেকে তোমার চারপাশে বন্দী রাখি
থাক না বাইরের অসংখ্য কড়ানাড়া সমবেত ডাকাডাকি
কিছু ঘাসখোর মানুষ তো থাকবেই, কিছু ছাগল মাংসাসী
দুয়ারে দাক্ষিণ্য দাঁড়ালে আমিও ভুল করে ভালোবাসি


ব্যাঙের গল্পে সাপ না থাকুক সাপের বিষ তো রয়ে যায়
সিংহ কোথাও নেই, হরিণ তবু ক্ষয়ে যায়, শুধু ক্ষয়ে যায়  
কোনও আকাঙ্ক্ষা নেই, চাইতে আসিনি তোমার দরজায় 
তোমার গল্পে আমি যদি না-ও থাকি, কি-ই বা এসে যায়

Comments