কবিতা - মৃণালিনী


কাঠের পুতুল 


ওরা চিরকাল কথা বলে যায়
বাক্যের নিবে আলপিন গুঁজে গায় গান 
পর্দার পিছনে দাঁড়িয়ে সুতো টানে-
অসহায় কাঠের পুতুল নড়েচড়ে কথা বলে।
একাকিত্বের যুগ্ম অপবাদ; কালো ধোঁয়া 
সারস শরীরে ঝরো বৃষ্টির বিবর্ণ শালিক
ঘুরে বেড়ায় চাতকিনী দুয়ারে দুয়ারে। 


মরশুম জড়িয়ে বলিরেখা 
নদীর পাড়ে চকমকি আলোয় স্মৃতির অন্ধকার 
পূর্ণিমার চাঁদের আলোয় ঝলসে ওঠে ওদের মুখ 
ওরা কথা বলে, কথায় মিথ্যের সূক্ষ্ম জাল।
জালে জড়িয়ে আঠালো কূটনৈতিক সম্পর্ক 
সম্পর্কের আত্মঅহংকারে হুংকার 
হুংকারের গর্জনে চিরকাল ওদের তান্ডব 
তান্ডবের আগুনে ভস্মীভূত কাঠপুতুলের ছাই।

Comments

Post a Comment