সন্ন্যাসী আলো
সংসারের মধ্যে নির্বাণ প্রবেশ করছে খুব ধীরে,
তুমি হাত বুলিয়ে দিচ্ছ চুলে,দু চোখে স্নিগ্ধ স্তব্ধতা,
আমার ভিতরে প্রবেশ করছে তোমার সঙ্গীত,
তোমার ভিতর প্রবেশ করছে আমার নীরবতা -
এবার কি আমরা শূন্য হয়ে যাব পূর্ণ হতে হতে;
কোথাও কোনো ধারণা দিগন্ত নেই;
না-বলা অনেক পঙ্ক্তি স্পর্শ করছে গ্রীবা-
ভাষা-হীন ভাষা শিকড়ে ঢালছে জল,
অভিজ্ঞতার ডালে যন্ত্রণার অচেনা ফুল
বলেছে শরীর সত্য,যেমন সত্য নদীর তীর,
আমি একটি অবয়ব দেখছি এবং দেখছি শূন্যতার শিহরণ -তিরতির করা রোদে গাছের পাতা ও কোটরে পক্ষীশাবক-
কোনো মানে নেই , তবু কি বিপুল অর্থ নিয়ে
অপেক্ষা উড়ানের, যে কোনো উড়ান
ব্যথার নাকছাবি দিয়ে সাজায় আকাশের
মুখ, তীর দিয়ে ভাঙা হয় নথ -
আঁধারের বিসমিল্লায় পরে থাকে নাকের পাথর ,
তোমার আমার এই আকাশ দশায় খেলা করেছিল এক নিঃশব্দ বাগান, সন্ন্যাসী আলো
এসে তাকে ঘিরে নেচে যায় কাল- আজ -কাল
তুমি হাত বুলিয়ে দিচ্ছ চুলে,দু চোখে স্নিগ্ধ স্তব্ধতা,
আমার ভিতরে প্রবেশ করছে তোমার সঙ্গীত,
তোমার ভিতর প্রবেশ করছে আমার নীরবতা -
এবার কি আমরা শূন্য হয়ে যাব পূর্ণ হতে হতে;
কোথাও কোনো ধারণা দিগন্ত নেই;
না-বলা অনেক পঙ্ক্তি স্পর্শ করছে গ্রীবা-
ভাষা-হীন ভাষা শিকড়ে ঢালছে জল,
অভিজ্ঞতার ডালে যন্ত্রণার অচেনা ফুল
বলেছে শরীর সত্য,যেমন সত্য নদীর তীর,
আমি একটি অবয়ব দেখছি এবং দেখছি শূন্যতার শিহরণ -তিরতির করা রোদে গাছের পাতা ও কোটরে পক্ষীশাবক-
কোনো মানে নেই , তবু কি বিপুল অর্থ নিয়ে
অপেক্ষা উড়ানের, যে কোনো উড়ান
ব্যথার নাকছাবি দিয়ে সাজায় আকাশের
মুখ, তীর দিয়ে ভাঙা হয় নথ -
আঁধারের বিসমিল্লায় পরে থাকে নাকের পাথর ,
তোমার আমার এই আকাশ দশায় খেলা করেছিল এক নিঃশব্দ বাগান, সন্ন্যাসী আলো
এসে তাকে ঘিরে নেচে যায় কাল- আজ -কাল
Comments
Post a Comment