কবিতা - পার্থ সারথি চক্রবর্তী


ফিরে আসার কান্না


আমি যখন হেঁটে যাই
আমার সাথে ডুয়ার্সও  হেঁটে যায় 
শাল, সেগুন,গামারি হইহই করে ঢুকে পড়ে,
আমার ব্যাগের ভেতরে। বুকের ভেতরে।
বেনেবউ, বনটিয়া আনন্দে পিছু নেয়
গুনগুন করে গান গাইতে গাইতে।
আমি মেঘ দেখি, মেঘেদের মন পড়ি,
ওরা তখন উঁকি মারে মেঘের ভেতর-
বৃষ্টি খোঁজে, বৃষ্টিকে ডাকে। 
আর যখন শহরমুখো হই পেটের তাগিদে
ওরা বেরিয়ে আসে ভেতর থেকে-
ফিরে যেতে চায় মায়াঘেরা জলজঙ্গলে।
বিরসা টোপ্পো, শুকানি ওরাঁওদের আর্তনাদ
থাকতে দেয়না ওদের-
ইট, বালি,কংক্রিটের কৃত্রিম জগতে। 

Comments