কবিতা - রঞ্জনা রায়


অচেনা বসন্ত 


যন্ত্রণার কাছে নিভে যেতে যেতে 

কখনো চাঁদের দেখা পেয়ে যাই।

ওই মায়াবী জোৎস্নার কারুকাজ মুগ্ধ করে

 সমাহিত হবার একটি অন্তরাল খুঁজি। 


জীবনের প্রাত্যহিক পথে জমছে নুড়ি পাথর শ্মশানভস্ম।

নির্বোধ একঘেয়েমির কারসাজি

 আর ভালোবাসার মিথ্যা অভিনয় ঘিরে থাকে।

 এক দুই তিন গুটিগুটি পায়ে এগিয়ে যাই। 

খুঁজি স্বর্গের সিঁড়ি।


 তোমার সাজানো গ্লাসে উপচে পড়ে তীব্র গরল। আমি নিঃশব্দে পান করেছি, সেই বিষ। 

তোমার ঠোঁটের তীব্র উষ্ণতায় ডুবে গেছি -

 পেয়েছি প্রেমহীন পৃথিবীর খবর । 


এখন শূন্যতার কলতান শুনি

আমার নিজস্ব ব্রহ্মাণ্ডে আমি উড়তে থাকি 

 উড়তে থাকে আমার চেতনা 

আমার নিজস্ব শূন্যতার মরুভূমি ঘিরে

অচেনা বসন্তের বিদ্যুত ঝলকানো আবির।

Comments