কবিতা - অনৈতা রক্ষিত


শীত-পাথর



টিনের কাঁধ বেয়ে নামে বুড়ো শালিকের দীর্ঘশ্বাস
হিমের আদব কায়দায় গড়ে তুলি সার্কাসের তাঁবু।

সাদা সালের নকশা রাস্তার গন্ধ পায়
ধানের গোলায় শুধুই বুলবুলির ভিড়।

সটান পিঠ আর গীতা পাঠের দূরত্ব দুই ইঞ্চির জমি,
কেউ বন্ধক রাখে শেষ শীতের ওম।

কাঠ গোলার মেজাজ হারানোর ভয় থাকে
উঁচু দালানের অভিশাপ, শুকনো চামড়ার শব্দ, বোজা বিলের বুক...

ছাই জমে শীত-পাথর হয়।

Comments