কবিতা - মধুবন চক্রবর্তী


ভুলেও  না


আমাদের ভালবাসার কথা কি কাউকে জানিয়েছ?                                

সরল মনে বলে ফেলেছ,

 ' ভালবাসি ওকে'

বেশি জানাজানি হলে জানতো!!

প্রেম তখন কাদা হয়ে যাবে গলে একেবারে পাঁক হবে সব গোপনীয়তা

রং খেলার বদলে 

কাদা ছোড়াছুড়ি হবে অলিতে-গলিতে, চায়ের ঠেকে।                              

আমাদের প্রেম রাজনীতির থেকেও বড় বিষয় হয়ে দাঁড়াবে

ব্যাকুল হয়েছ ভাল কথা,

বকুল গুঁজে দিয়েছ খোঁপায়

এই ছবি থাক না বরং আমাদের চিলেকোঠায়......

জানি তুমি বলবে

"বেশ করেছি ছবি দিয়েছি

কাউকে তো খুন করিনি

তোমার চোখ আমায় খুন করেছে যে "...

সব বোঝার পরেও

এটাও বলি 

সমাজ যে আমাদের ভালবাসার 

আবির দিয়ে হোলি খেলবে"

যেদিন আমাদের বিচ্ছেদ হবে

সেদিন নারীর ভালবাসাকে 

রক্তাক্ত করবে তোমার সমাজ

সেটা কি বোঝো?

Comments