কবিতা - পাপড়ি গুহ নিয়োগী


চক্রাকা


মর্গের ভেতর বসে লাভ ক্ষতির হিসেব   
চুপ
এরা বৃহত্তম যুদ্ধকে হার মানিয়ে দিয়েছে


শহর চেঁচিয়ে ওঠে চেনা মুখ দেখে
চুমুর পাশে গৃহস্থালিকান্না 


নিয়ম ছিল, সূর্যাস্তের পরে যুদ্ধ বন্ধের   
ওরা পরম্পরাহীন


বাক্সে বাক্সে তরজা
শ্রেষ্ঠ যোদ্ধা কে


ধুর, এসব ছাড়ুন তো    
যান লিভ ইন করুন

Comments